হোম > সারা দেশ > ঢাকা

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, বলে গেলেন ‘প্রতিবন্ধী ছেলেটাকে উদ্ধার করেন’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্ত্রী লতিফা আক্তার (২৮)। মৃত্যুর আগে বলে গেছেন, ‘বাসায় আমার এক প্রতিবন্ধী ছেলে রয়েছে। আপনারা উদ্ধার করেন। না হলে তাকেও মেরে ফেলবে।’ 

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যার পর তুরাগের দিয়াবাড়ি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 
 
ছুরিকাঘাতে আহত অবস্থায় আশপাশের লোকজনের সহযোগিতায় মেট্রোরেলের ১ ও ২ নং ব্রিজের ঢাল থেকে পুলিশ ওই নারীকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 
 
ওই নারী হলেন—কক্সবাজার সদর উপজেলার তারাবুনিয়া গ্রামের ইমন শিকদারের মেয়ে এবং রাজাবাড়ী জেলার কাউখালী উপজেলার বালুখালী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রবিউল ইসলামের স্ত্রী। 

পুলিশের সহযোগিতায় ওই নারীকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আনা সাহেন শাহ নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, তাঁরা স্বামী-স্ত্রী দিয়াবাড়ির বউবাজারে ঘুরতে এসেছিলেন। সন্ধ্যার দিকে বউবাজারের পাশের খালি মাঠে ওই গৃহবধূকে নিয়ে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। ওই সময় প্রাণের ভয়ে ওই নারী দৌড়ে মেট্রোরেল স্টেশনের পাশে গিয়ে পড়ে যান। পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। 

ভুক্তভোগী ওই নারী লতিফা আক্তার মৃত্যুর আগে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামী মাদকাসক্ত ও জুয়া খেলত। তাই সংসার ঠিকমতো চালাতে পারত না। এই কারণে আমি তাঁর সঙ্গে থাকি না। আমাকে আমার ভাই টাকা পয়সা দিয়ে চালায়। তাঁর সঙ্গে না থাকার কারণেই সে আমাকে মেরে ফেলার জন্য ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। বাসায় আমার এক প্রতিবন্ধী ছেলে রয়েছে। আপনারা উদ্ধার করেন। না হলে তাকেও মেরে ফেলবে।’ 

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় ও নার্সরা বলেন, ওই নারীর হাত-পা, বুক, পেট, পিঠ, গলাসহ বিভিন্ন জায়গায় অর্ধশতাধিক ছুরিকাঘাত ছিল। 

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাঁর সারা শরীরে ছুরিকাঘাত রয়েছে। 

তিনি বলেন, ‘ছুরিকাঘাতের পর ভুক্তভোগীর স্বামী ওই গৃহবধূর মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

সেকশন