হোম > সারা দেশ > ঢাকা

গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি, নয়াপল্টনে করার অনুরোধ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপিকে গণমিছিল করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তাদের রুট সংক্ষেপ করতে বলা হয়েছে।

ডিএমপির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নয়াপল্টন থেকে শুরু হওয়া গণমিছিল বিজয়নগর পানির ট্যাংক হয়ে পল্টন মোড় থেকে প্রেসক্লাব, মৎস্য ভবন কাকরাইল হয়ে ফের নয়াপল্টনে শেষ করতে বলা হয়েছে। তবে এলাকাভিত্তিক কোনো মিছিল হলে তাতে সংঘর্ষের আশঙ্কা করেছে পুলিশ। কারণ ওই দিন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মাঠে থাকবেন। তাই নয়াপল্টনে এসে গণমিছিল করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। এলাকায় এলাকায় বিএনপি মিছিল করলে বিশৃঙ্খলা হতে পারে।

গণমিছিলের অনুমতি দেওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, রাজনৈতিক দলের যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সহায়তা করবে। তবে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। তাদের কোনো শর্ত দেওয়া হয়নি। তবে বলা হয়েছে, কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে। গণমিছিলের রাস্তাও তাঁদের সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। বৈঠক শেষে ঘণ্টাখানেক পরে তাঁরা ডিএমপি কার্যালয় থেকে বের হন।

এদিকে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩০ ডিসেম্বরের গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে ডিএমপি কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই কর্মসূচি যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করা যায়, সে জন্য গণমিছিলের যে রুট, সেটি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি ডিএমপিকে অবহিত করা হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন