হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯: ৩৭
ফাইল ছবি

রাজধানীর বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৪৫) এক নারী মারা গেছেন। তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রেজওয়ানুল ইসলাম জানান, ‘ওই নারী ভিক্ষুক ছিলেন। দুপুরে বাংলামোটর মসজিদের সামনে ভিক্ষাবৃত্তি করছিলেন। ভিক্ষাবৃত্তি শেষে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিনি আরও জানান, ওই মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজধানীর পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ফেলানী হত্যার ১৪ বছর: আন্তর্জাতিক আদালতে বিচার চান মা

দোহারে ট্রাক, পিকাপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত

যারা নির্বাচন চায় না, তারাও পতিত ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক