মানিকগঞ্জের সাটুরিয়ায় রাস্তা পারাপারের সময় ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় ইয়াসমিন নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইয়াসমিন সাটুরিয়ার উপজেলার বালিয়াটি ইউনিয়নের চরভাটারা গ্রামের মোখলেছ ব্যাপারীর মেয়ে ও তারাসিমা অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার কর্মী। ইয়াসমিনকে চাপা দিয়ে বাসের চালক দ্রুত পালিয়ে যান। পরে বাসটি জব্দ করা হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু আজকের পত্রিকাকে বলেন, দুপুরের খাবারের বিরতির সময় অফিস থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় রোজিনা পরিবহনে একটি বাসের চাপায় ইয়াসমিন নিহত হয়। বাসটিকে ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর থেকে জব্দ করা হয়। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।