হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, বাস জব্দ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক আহমেদ (৫৬) নামের দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তি দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। সকালে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করছিলেন। এ সময় স্বদেশ পরিবহনের একটি বাস ফারুককে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান। 

এসআই আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি জব্দ করে। কিন্তু চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

মৃত ব্যক্তির ছোট ভাই আশরাফুল ইসলাম বলেন, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদি এলাকায়। তাঁর ভাই ফারুক দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে হাজারীবাগ গণকটুলী সিটি কলোনীতে থাকতেন তিনি। 

আশরাফুল ইসলাম আরও জানান, রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য ভোরে বাসা থেকে বের হয়ে যান। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঝাড়ু দেওয়ার কাজ করছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান।

হাদি হত্যা: মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার