বকেয়া বেতনের দাবিতে রেল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী টিএলআর শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এদিকে এই বিষয়ে সকাল সাড়ে ১১টার দিকে রেলপথ মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে টিএলআর শ্রমিকের চারজন প্রতিনিধি বৈঠকে বসেছে।
অবস্থান কর্মসূচিতে টিএলআর শ্রমিকেরা বলেন, আমাদের কারও ৫ মাসের, কারও ৭ মাসের, কারও বা ১১ মাসের বেতন বাকি। এসব বকেয়া বেতন পরিশোধ করতে হবে। ২০২০ নিয়োগবিধি সংশোধন করে অস্থায়ী টিএলআর শ্রমিকের চাকরি স্থায়ী করতে হবে।
দাবিতে আরও বলা হয়, সব অস্থায়ী টিএলআর শ্রমিকের বেতন ১ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। পূর্বের ন্যায় চাকরিতে বহাল রাখতে হবে।