হোম > সারা দেশ > ঢাকা

ধোলাইপাড়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে ছুরিকাঘাতে শান্ত (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু হোসাইন (২৫)। 

আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ধোলাইপাড় ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে শান্তকে রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হোসাইন হাসপাতালে ভর্তি আছেন। 

শান্তকে হাসপাতালে আনা রোমান নামে এক যুবক বলেন, সন্ধ্যায় তাঁরা ফোনে খবর পান ধোলাইপাড়ে ছুরিকাঘাতে ওই দুজন আহত হয়েছেন। তখন তাঁরা ঘটনাস্থলে গিয়ে এদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে তাঁদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। 

শান্তর বাবার নাম মো. দেলোয়ার হোসেন, বাড়ি কুমিল্লায়। বর্তমানে ধোলাইপাড় যুক্তিবাদী গলিতে থাকত। মীরহাজীরবাগ পাইপ রাস্তায় একটি ওয়ার্কশপে কাজ করত শান্ত। 

আহত হোসাইন পশ্চিম ধোলাইপাড় আলী হোসেন রোডে থাকে। এলাকায় মুদি দোকান রয়েছে তাঁর। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ধোলাইপাড় থেকে দুই যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে শান্ত নামে এক যুবকের মৃত্যু হয়। তাঁর বুকে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। এছাড়া হোসাইনের মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

সেকশন