হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে রেলের জমি রক্ষার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণ বন্ধ এবং ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ। আজ বুধবার দুপুরে প্রস্তাবিত মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক  রফিউর রাব্বী বলেন, দেশের ২১টি জেলায় এক স্থানে বাস, নৌ ও রেল টার্মিনাল তৈরির পরিকল্পনা করেছে ড্যাপ। সেই পরিকল্পনার মধ্যে নারায়ণগঞ্জও রয়েছে এবং কথিত মার্কেট নির্মাণের ভূমি ব্যবহার করার প্রস্তাবনা আছে ড্যাপে। এ ছাড়া নারায়ণগঞ্জে ডাবল রেল প্রকল্প এবং কদমরসূল সেতুর সংযোগ সড়ক তৈরি হবে এই স্থানে। এতসব গুরুত্বপূর্ণ প্রকল্প থাকতেও তথাকথিত ‘রেলওয়ে কল্যাণ ট্রাস্টে’ এর নামে মার্কেট নির্মাণের জন্য ৪৭ হাজার দু শ বর্গফুট জায়গা লিজ দেওয়া দুর্নীতিবাজ কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। স্থানীয় একজন সংসদ সদস্যের চিহ্নিত অপরাধী চক্র প্রশাসনের সহযোগিতায় সর্বক্ষেত্রে লুটপাট চালাচ্ছে। সরকারি অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি ভূমি আত্মসাৎ করছে তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, নারায়ণগঞ্জে জায়গার অভাবে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করা যাচ্ছে না। তা ছাড়া শিশুদের বিনোদনের জন্য পার্ক করা যাচ্ছে না। সেখানে এভাবে ভূমি লুটপাট কিছুতেই নেমে নেওয়া যায় না। অবিলম্বে মার্কেট নির্মাণকাজ বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা। 

সংগঠনের নেতা ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জ বাসীর সভাপতি হাজী নুরউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম, বাসদ জেলার আহ্বায়ক  নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক অঞ্জন দাস প্রমুখ। 

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে