নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ–১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে আরও ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আড়াইহাজার থানায় দায়ের করা দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে উভয় মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে দুই মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
আদালতের পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। রূপগঞ্জ থানায় দায়ের করা রোমান মিয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ।