Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চলতি বছরের ১১ মাসে বিচারবহির্ভূত হত্যা ৬৭: আসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের ১১ মাসে বিচারবহির্ভূত হত্যা ৬৭: আসক

গত ১১ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কারা হেফাজতে মারা গেছেন ৭৮ জন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ২০২১ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে আইন ও সালিস কেন্দ্র। 

সংবাদ সম্মেলনে আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির প্রবন্ধ উপস্থাপন করেন। 

তিনি জানান, ২০২১ সালে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ৬৭ জন। কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৭৮ জনের। এর মধ্যে কয়েদি ৫২ জন এবং ২৬ জন হাজতি। 

এই সময়ে ৬ ব্যক্তি গুমের শিকার হয়েছেন বলেও জানানো হয় এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে। এর মধ্যে তিন জন ফিরে এসেছেন। আসকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক নির্যাতন ও গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে বছরজুড়ে। সীমান্তে গুলিতে হত্যা করা হয়েছে ১৪ জনকে। এর মধ্যে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন এক নাগরিক। আসক জানায়, পুরো বছরে গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। 

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে ১৬২টি মামলা হয়েছে এবং এসব মামলায় ৩১৪ জনকে আসামি করা হয়। এ সময় ১৯৮ জন গণমাধ্যমকর্মীকে হয়রানির চিত্রও প্রতিবেদনে উঠে আসে। 

আসক বলছে, সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ৬৮৮টি ঘটনায় ১৩০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ৮ হাজার ৫৯৪ জন আহত হয়েছেন। 

ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম, আসকের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল ও সহকারী সমন্বয়ক তামান্না হক রীতি।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন