হোম > সারা দেশ > ঢাকা

প্রাকৃতিক সৌন্দর্য পরিচিতি করে তুলছে ‘দৃষ্টি নন্দন কালীগঞ্জ’

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

ঢাকার পাশে অবস্থান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার। রাজধানী থেকে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিটে পৌঁছে যাওয়া যায় এই উপজেলায়। স্থানীয় বেলাই বিলসহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য এই উপজেলা আলোচিত হচ্ছে। প্রতিনিয়ত এখানে থাকে ভ্রমণ পিপাসুদের ভিড়। এ কারণে এই অঞ্চলের বিভিন্ন নদী-নালা, খাল-বিলের সৌন্দর্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে স্থানীয়ভাবে যে কয়টা ফেসবুক গ্রুপ কাজ করছে এর মধ্যে অন্যতম ‘দৃষ্টি নন্দন কালীগঞ্জ’। 

কালীগঞ্জের বেলাই বিল ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠছে। বর্ষায় বিলটি সবুজ গালিচার পরিবর্তে পরিণত হয় জলরাশিতে। এতে সঞ্চার হয় নতুন প্রাণের। বিলটি ছাড়াও উপজেলার বিভিন্ন নদীর পাড়ে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা যায়। এভাবে উপজেলার সৌন্দর্য দৃষ্টি নন্দন কালীগঞ্জের সদস্যরা তুলে আনছেন তাদের মোবাইল ফোনের ক্যামেরায়। এরপর ওই গ্রুপের সদস্যরা উপজেলার সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছেন বিশ্বে। এ ছাড়া তাঁরা যুব সমাজকে মাদক, মোবাইল গেমিং ও খারাপ কাজ থেকে দূরে রাখতে মাঝেমধ্যে আয়োজন করছেন বিষয় ভিত্তিক ছবি তোলার প্রতিযোগিতা। 

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিষয় ভিত্তিক ছবি তোলা প্রতিযোগিতা হয়। এতে পাঁচজন বিজয়ীকে সম্মাননা দেওয়া হয়। বিজয়ীরা হলেন এস পি সুমন, ফরহাদুল ইসলাম, সুমন হোসেন সৈকত, মো. হাসিব খান ও নিলাদ্রী রিয়ানা রিয়া। বিজয়ীরা দৃষ্টি নন্দন কালীগঞ্জ গ্রুপের সদস্য। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব। 

প্রতিযোগিতার সময় দৃষ্টি নন্দন কালীগঞ্জ গ্রুপের প্রধান নুরুল ইসলাম, পেজের অ্যাডমিন মোকাররাম হোসেন, শাওন ইসলাম, মডারেটর সোয়েব সুলতান অনিকসহ গ্রুপের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতায় বিজয়ীরা বলেন, রূপ সৌন্দর্যে সমৃদ্ধ নিজদের উপজেলার ছবি বিশ্বময় ছড়িয়ে দিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করি। ছবি তোলা হলো আবেগ আর ভালোবাসার খোরাক। ছবি তোলার মাধ্যমে প্রকৃতির প্রেমে পড়লে অন্য কিছুর প্রেমে না পড়লেও চলে। 

কথা হয় মডারেটর সোয়েব সুলতান অনিকের সঙ্গে। তিনি বলেন, ‘যুব সমাজকে মাদক ও মোবাইল ফোনের খারাপ ব্যবহার থেকে দূরে রাখতে দৃষ্টি নন্দন কালীগঞ্জ কর্মীদের উদ্যোগও দৃষ্টি নন্দন।’ 

অ্যাডমিন মোকাররাম হোসেন বলেন, ‘শীতলক্ষ্যা নদী, বেলাই বিল, ভাদার্ত্তী খাল, সবুজ ফসলের মাঠ, সমৃদ্ধ গ্রামাঞ্চল এ যেন ইন্দ্রিয় আত্মার বিশ্রাম দেয়। আর কালীগঞ্জ, প্রাকৃতিক সৌন্দর্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। আর সেটা আমরা দৃষ্টি নন্দন কালীগঞ্জ গ্রুপের মাধ্যমে বিশ্বের সব ভাষাভাষীর দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’ 

গ্রুপের প্রধান নুরুল ইসলাম বলেন, ‘দৃষ্টি নন্দন কালীগঞ্জ গ্রুপের মাধ্যমে বিভিন্ন সময় বিষয় ভিত্তিক ছবি তোলার প্রতিযোগিতা এবং বিজয়ীদের সাধ্যমতো সম্মাননা দেওয়া হয়। এর কারণ হচ্ছে আগামী প্রজন্মকে প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তোলা।’ ছবি তোলায় তরুণ সমাজ আগ্রহী হলে তাদের মোবাইল ফোনের খারাপ ব্যবহার বা মাদক থেকে দূরে থাকবে বলেও তিনি মনে করেন।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন