হোম > সারা দেশ > ঢাকা

মিতু হত্যা: বনজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের আবেদন হাইকোর্টেও খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেফাজতে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতে মামলার আবেদন খারিজ হলে বাবুল আক্তার হাইকোর্টে রিভিশন আবেদন করেছিলেন। শুনানি শেষে গত বছরের ২৫ অক্টোবর হাইকোর্ট তাতে রুল জারি করেন। মঙ্গলবার (২১ নভেম্বর) তা খারিজ করে দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আর বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মোহাম্মদ মনির। 

এর আগে কারাগারে থেকে আইনজীবীর মাধ্যমে পিবিআই প্রধান বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন বাবুল আক্তার। যা গত বছরের ২৫ সেপ্টেম্বর খারিজ করে দেন চট্টগ্রামের আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন বাবুল আক্তার। 

 ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মামলার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই। তদন্তের পর সেই মামলায় তাঁকেই আসামি করা হয়। পরে পিবিআই কার্যালয়ে হেফাজতে রেখে তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন বাবুল আক্তার। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন পিবিআইয়ের কর্মকর্তারা। 

যে ছয়জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে তাঁরা হলেন—পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম মহানগর পুলিশ সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের পরিদর্শক এনায়েত কবির, সাবেক পরিদর্শক এ কে মহিউদ্দিন সেলিম এবং সন্তোষ চাকমা।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন