হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পান-সুপারির ব্যবসা করতেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকেরা দুপুর দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও ফায়ার সার্ভিসের লিডার মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাই—মালিবাগ রেলগেটে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। দ্রুত সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে আসেন মৃত আলম হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক। তিনি আমাদের জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বটগ্রামে। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া ব্রিজ এলাকায় থাকে। তাঁর বাবা নন্দিপাড়া এলাকায় পান-সুপারির ব্যবসা করতেন। সকালে মালিবাগে যান পান-সুপারি কিনতে। দুপুরে জানতে পারি তাঁর বাবা মালিবাগে ট্রেনে কাটা পড়েছেন। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মালিবাগ থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, মালিবাগে ট্রেনে কাটা পড়েছিলেন ওই ব্যক্তি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন