"আর নয় দ্বন্দ্ব একতাই মূলমন্ত্র" এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫০ বছর ধরে চলে আসা 'টেঁটা' যুদ্ধ অবসানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোল্লাকান্দী যুবসমাজের আয়োজনে গতকাল শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী বালুচর গ্রামের দুই পক্ষের ব্যক্তিরা এই সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহবাজ সরকার। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন বাউল (নুরু বাউল) এই সভার সভাপতিত্ব করেন। জোবায়ের শেখের সঞ্চালনায় এই সভায় বক্তারা বলেন, যুদ্ধ নয় কলম ধরো, শান্তির বার্তা ছড়িয়ে দাও।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চান মুন্সী, আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য নাছির মোল্লা, বালুচর ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেন মোল্লা, মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন শম্পা, বালুচর বাজার বণিক সমিতির সভাপতি মো. আমির হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য, সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী বালুচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ৫০ বছর ধরে টেটা বল্লম যুদ্ধ চলে।