হোম > সারা দেশ > ঢাকা

সাভারের মহাসড়কে যাত্রীর তুলনায় গাড়ি বেশি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের চাপ শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকেই। তবে আজ শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মহাসড়কের বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যাই বেশি চোখে পড়েছে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের একটি অংশ ছাড়া পুরো রাস্তাই প্রায় ফাঁকা। 

আজ মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় সকাল থেকেই দেখা যায় যাত্রীর অপেক্ষায় সারি সারি দূরপাল্লার বাস অপেক্ষা করছে। 

শিল্পাঞ্চল খ্যাত সাভার-আশুলিয়ার অধিকাংশ যাত্রী পোশাকশ্রমিক। বেশির ভাগ পোশাক কারখানা আজ সকালেও খোলা থাকায় এখনো সড়কে বাড়তি চাপ সৃষ্টি হয়নি। তবে ঢাকা ইপিজেডের বেশ কিছু কারখানাসহ অন্য প্রতিষ্ঠান ঈদের আগে বৃহস্পতিবারই তাদের শেষ কর্মদিবস পালন করেছে। 

আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে ভিভিআইপি চলাচলের কারণে সড়কে সাধারণ যান চলাচল প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল। পরে বেলা ১১টা ৪৫–এর দিকে ভিভিআইপি এলাকা ত্যাগ করলে পুনরায় যান চলাচল শুরু হয়। 

দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে নবীনগর থেকে বিশমাইল পর্যন্ত ঢাকামুখী সড়কে নয়ারহাট থেকে নবীনগর পর্যন্ত যানজট রয়েছে। এ ছাড়া নবীনগর চন্দ্রা মহাসড়কে ভিভিআইপি মুভমেন্টের জন্য গাড়ি থেমে থাকলেও ভিভিআইপি চলে যাওয়ার পর নিমেষেই সড়ক স্বাভাবিক হয়ে যায়। 

এ ছাড়া ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা উভয় মহাসড়কের ঢাকামুখী লেন বছরের সাধারণ সময়ের চেয়েও তুলনামূলক ফাঁকা রয়েছে। নেই কোনো যানজট। 

দূরপাল্লার বাসগুলোতে বাড়তি ভাড়া নেওয়া হলেও বিগত বছরগুলোর মতো গতানুগতিক হওয়ায় যাত্রীরা অভিযোগ তুলছেন না। পুলিশ নিয়মিত মাইকিংসহ অন্য মাধ্যমে অভিযোগ জানাতে বললেও জনসাধারণকে তেমন কোনো অভিযোগ জানাতে দেখা যায়নি। 

পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা ঘিরে পুলিশের বাড়তি সতর্কতা ও নজরদারি রয়েছে। সড়কেও বিপুল পরিমাণ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘এখনো সড়কের পরিস্থিতি স্বাভাবিকই বলা যায়। কারণ, যাত্রীদের মূল চাপ এখনো শুরু হয়নি। আমরা ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো নজরদারির মধ্যে রেখেছি, যেন যানজট না লাগতে পারে। আমাদের সঙ্গে থানা-পুলিশ, ট্রাফিক পুলিশসহ সবাই একযোগে কাজ করছে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩