Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ড শেষে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রিমান্ড শেষে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ কারাগারে

রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেয়েরা মাহবুব তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিকেলে দ্বিতীয় দফা তিন দিনের রিমান্ড শেষে ফিরোজকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই মাসুদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে ফিরোজের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ৩১ আগস্ট ফিরোজকে দ্বিতীয় দফা তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওইদিন কারাগারে পাঠিয়ে তাকে পরে রিমান্ডে দেওয়া হয়। গত ২৪ আগস্ট এই মামলায় আ স ম ফিরোজকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। 

এর আগে গত ২৩ আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকার একটি অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

এরপর এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। পরে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। 

গত ২০ আগস্ট ভাটারা থানায় দায়ের হওয়া সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 
সোহাগের বাবা মো. শাফায়াত হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনের নাম উল্লেখ ও ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। 

আওয়ামী লীগের এই নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি। 

একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশনে এক নম্বর প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ। এর আগে তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করেন। 

 ১৯৭৯ সাল থেকে তিনি বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে টানা ৪৪ বছর দায়িত্ব পালন করেন।

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক