হোম > সারা দেশ > ঢাকা

কিস্তিতে পিকআপ কিনে শহরে রাতে ঘুরে ঘুরে চুরি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে রাতে পিকআপ নিয়ে ঘুরে ঘুরে বাসাবাড়ি, দোকান ও অন্যান্য স্থাপনায় চুরি করে একটি সংঘবদ্ধ দল। কিস্তিতে কেনা হয় পিকআপটি। ওই দলের চারজনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবির) রমনা বিভাগের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম (২৭) মো. দিপু (৫০), মো. মনির হোসেন (৫০), ও মো. সোহাগ (৩৬)।   

আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। 

তিনি বলেন, রাজধানীর হাজারীবাগের একটি দোকানে চুরির ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে নেমে এই চোরচক্রের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। চক্রটি রাতে পিকআপ নিয়ে ঘুরে ঘুরে চুরি করত। ডিবির রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের সদস্যরা অন্তত ৫০০ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই চোর দলকে চিহ্নিত করে। চক্রের সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় থাকে। 

তারা রাতে চুরি করে আবার নারায়ণগঞ্জে গিয়ে আত্মগোপন করত। এমন কি চুরি করে নেওয়া মালামাল রাখার জন্য তারা গোডাউন ভাড়া করেছিল। আর চুরি করার জন্য কিস্তিতে পিক আপ কিনেছেন দলনেতা শামীম। চুরির টাকার একটি অংশ দিয়ে গাড়ির কিস্তি পরিশোধ করে তারা। 

হারুন অর রশীদ আরও বলেন, ‘এই চক্রের সদস্য নিয়মিত পরিবর্তন হয়। এই চোরের দল অন্তত ৫০টিরও বেশি চুরির ঘটনা ঘটিয়েছে। দলের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’ 

গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে আরও কোথায় কোথায় চুরি করেছে সেটা জানার চেষ্টা করা হবে। তাদের কাছ থেকে চোরাই মালামাল কারা কেনে সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। 

একই সময় কলাবাগান এলাকায় সাবেক এক বিচারকের বাসায় চুরির ঘটনায় অপর একটি চোরচক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তার নাম রত্না ওরফে সিলেটি রত্না। 

এই নারী কাজের কথা বলে বিভিন্ন বাসায় প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে সটকে পড়ত। একজন সাবেক বিচারকের বাসায় প্রবেশ করে রত্না ৩টি দামি মোবাইল চুরি করে পালিয়ে যান। এই মোবাইল উদ্ধার করতে গিয়ে গোয়েন্দারা আরও ১৯টি মোবাইল উদ্ধার করেছে।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা