Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মো. নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তি চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামের মৃত মো. তাল মিয়ার ছেলে। নুরুল ইসলাম পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। 

নিহতের স্বজনেরা জানান, নিহত নুরুল ইসলামের বড় ভাই আহম্মদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে বাড়ির উঠোনে যান। এ সময় ঘরে থাকা সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র নষ্ট হয়ে যায়। ঘরের বেড়ার টিন উড়ে যায়। নুরুল ইসলামের মাথায় কোনো একটি ধাতব বস্তুর আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভৈরবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

নিহতের বড় ভাই আহম্মদ আলী বলেন, ‘বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি ঘরের এক কোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য এতে ক্যামিকেলও দেওয়া ছিল। এটি হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।’ 

চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার বলেন, ‘এ ঘটনার পর নিহতের স্ত্রী ও ভাই আমার কাছে এসেছিল। এটা একটি নিছক দুর্ঘটনা। তাঁরা আমাকে অবগত করেছে।’ 

এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ‘নিহতের ঘটনার কথা শুনেছি, এটি নিছকই একটি দুর্ঘটনা। পরিবারের সদস্যের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মুন্সিগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা ইমন হাসান গ্রেপ্তার

রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

২০ ভবঘুরে নিয়ে সাবেক এমপির ভবনে উঠলেন ‘সমন্বয়ক’

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট: ৭ জন কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৭