শরীয়তপুর প্রতিনিধি
তৃতীয় ধাপে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতির সম্পাদক শাহাদাত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তাঁরা রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। এতে বাবলু মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া ইদিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমান (লুসাই রাড়ী) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইতে তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে তিনি আর আপিল করেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।