Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এসআই আহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এসআই আহত
রাজাড়ীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই। ছবি; আজকের পত্রিকা

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওয়াহিদুল হাসান। পরে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।

আজ বুধবার সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন মো. আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (মেম্বার) (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), মোসা সেফালী বেগম (৪৩), মোসা নাসিমা বেগম (৩৫), মোসা শিমু বেগম (২০), সোহাগী বেগম (২৫)। তারা সবাই কাজীবাধা গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, সকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কাজীবাধা এলাকার মাদক কারবারি ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০টি ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে গাড়িতে তোলার সময় পরিবারের লোকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে ফরিদকে ছিনিয়ে নেয়। হামলায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওয়াহিদুল হাসান আহত হন। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শরীফ আল রাজিব আরও বলেন, পালিয়ে যাওয়া ফরিদ শেখ চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ৯টি মামলা রয়েছে। আজ পুলিশের অভিযানে তাঁর বাড়ি থেকে ৩১০টি ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুটি মামলা হবে। পালিয়ে যাওয়া ফরিদ শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

আনন্দের ঈদ শেষে ঢাকা ফিরছে নগরবাসী

সখীপুরে স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে সংরক্ষিত বন

জনবল সংকটে ধুঁকছে জিসিসি

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর বাড়ি লুট

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

ডিসেম্বরের পরে জুনে বলবে, ফ্যাসিস্টের জন্মদিনে নির্বাচন হতে পারে না: ফজলুর

নারায়ণগঞ্জে বাড়ির দেয়ালে চিঠি দিয়ে ডাকাতির হুমকি

গুলশান-বনানীর সড়কে ইউটার্ন ব্যবহারে ডিএমপির নতুন নির্দেশনা