Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় শাপলা তুলতে ডোবায় নেমে প্রাণ হারাল ২ শিশু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়ায় শাপলা তুলতে ডোবায় নেমে প্রাণ হারাল ২ শিশু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চরতেরটেকিয়া মাধুয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু হলো, উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ (৯) ও চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে তামহীদ (১০)। তারা দুজন চরকাওনা রিয়াজুল জান্নাত হাফিজিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান পানিতে ডুবে দুই শিক্ষার্থী মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ দুপুরে চরকাওনা স্কুল মাঠে ফুটবল খেলছিল ওই দুই শিশুসহ সমবয়সী আরও অনেকে। খেলা শেষে মাধুয়া ডোবা থেকে শাপলা ফুল তুলতে পানিতে নামে তিনজন। এ সময় সাঁতার না জানায় পানিতে ডুবে যায় তারা। তা দেখে পাড়ে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই তামহীদ মারা যায়। মুমূর্ষু অবস্থায় আবদুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।’

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু