হোম > সারা দেশ > ঢাকা

করোনার ভুয়া রিপোর্ট: রিজেন্টের সাহেদসহ ৫ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে ২ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় বিতর্কিত ব্যবসায়ী ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর অভিযোগ গঠন করেন।

মামলার অন্য আসামিরা হলেন দিপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। তাদের মধ্যে দিপায়ন বসু ও অনিন্দ্য দত্ত মামলার শুরু থেকেই পলাতক। সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকি আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাহেদসহ পাঁচজনের বিচার শুরু হল। তিনি আরও বলেন, আগামী ২ জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদানের মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন একশিড করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম।

মামলাটি তদন্ত শেষে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

জানা গেছে, সাহেদের বিরুদ্ধে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট সংশ্লিষ্ট আরও একটি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-২ এ বিচার চলছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারসহ প্রতারণার অনেক মামলাই সাহেদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। তিনি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য