হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আরিচা বন্দরের কাঠপট্টিতে অগ্নিকাণ্ড, পুড়ল ১৫ দোকান

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বন্দর এলাকায় কাঠপট্টিতে অগ্নিকাণ্ড হয়েছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার শেষ রাতে কাঠপট্টিতে একটি ফার্নিচার দোকানে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও লাভ হয়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৫টি দোকান, একটি বাড়ি, ‘স’ মিল পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আসলাম ও শচীন সূত্রধর জানান, কিছুক্ষণের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সবই আগুনে পুড়ে গেছে। নিঃস্ব হয়ে গেছি। 

শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন জানান, বাজারের এ ভয়াবহ আগুনের ঘটনায় অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য। 

শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নাদির হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। ঘিওরের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে যোগ দেওয়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ১৫টি দোকান, একটি বাড়ি, ‘স’ মিল পুড়ে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে, তদন্ত না করে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩