রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনাটি গ্যাস লাইন লিকেজ বা অন্য কোনো কারণে ঘটতে পারে বলে জানিয়েছে র্যাব। আজ বুধবার দুপুরে রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় র্যাবের বোম্ব নিষ্ক্রিয়কারী ইউনিটের উপপরিচালক মেজর মশিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গ্যাস থেকে বা অন্য কোনো বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণ ঘটেছে কিনা, এ বিষয়ে সিদ্ধান্তে আসার চেষ্টা করছি। আমরা প্রাথমিকভাবে এখান থেকে নমুনা সংগ্রহ করেছি এবং সেগুলো পরীক্ষাগারে পাঠিয়েছি। পরীক্ষা-নিরীক্ষা পর আমরা জানাতে পারব।’
তিনি আরও বলেন, ‘আমরা সাবধানতা অবলম্বন করে ভবনটির নিচে ঢুকেছিলাম। তবে এটি কোনো অগ্নিকাণ্ড নয়, বিস্ফোরণ ঘটেছে। এয়ারকন্ডিশনার থেকে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম। অন্য কোনো কারণ থেকে এই বিস্ফোরণ ঘটেছিল।’
ভবনের ভেতরে কেউ জীবিত বা মৃত আছে কিনা শনাক্ত করে বের করে আনতে র্যাবের ডগ স্কোয়াড সদস্যরা সাহায্য করবে বলেও জানান মেজর মশিউর রহমান।