হোম > সারা দেশ > ঢাকা

তেজকুনিপাড়ার বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে অর্ধশতাধিক ঘর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকার রোলিং মিল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। 

আশপাশে থেকে পানির ব্যবস্থা করতে না পারা এবং চিপা রাস্তার কারণে বড় গাড়ি ঢুকতে সমস্যা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। চারতলা পর্যন্ত বাঁশ কাঠ ও টিনের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছু তালাবদ্ধ ঘরের গ্যাস বা বৈদ্যুতিক লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর সোমবার রাত দশটার সময় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। 

তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বসতবাড়ির কিছু কিছু রুম আটকানো ছিল। আমরা জানতে পেরেছি এসব তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত। তবে সেটা গ্যাসের চুলা থেকে নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এটা তদন্ত করে দেখব। আমরা প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।’ 

তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘এখানে একেকটি রুমে একেকটি পরিবার থাকে। এমন প্রায় ৫০টি রুম পুড়েছে ৷ বাসার হিসাব করলে আনুমানিক ১১টি বাসা পুড়েছে। এই রুমগুলো টিনের এবং কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত বিস্তার করেছে। এই অঞ্চলটিতে আমাদের গাড়ি নিয়ে পৌঁছতে সময় লেগেছে।’ 

স্থানীয় বাসিন্দা মো. রায়হান ইসলাম বলেন, এটি খুবই জনবহুল একটি এলাকা। যেকোনো ধরনের দুর্ঘটনা হলেই এখানে তা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। এখানে বসবাসরত মানুষজন সব সময় বিপদের মধ্যে থাকেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য