হোম > সারা দেশ > ঢাকা

বালিয়াকান্দিতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবক আটক

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

বালিয়াকান্দিতে চামটা ১১ পল্লী সর্বজনীন কাত্যায়নি পূজা মণ্ডপের ভাঙা প্রতিমা। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চামটা ১১ পল্লী সর্বজনীন কাত্যায়নি পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

আটক ব্যক্তির নাম হুমায়ুন (৪০)। তিনি যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের লোকমানের ছেলে বলে জানিয়েছে।

পূজা কমিটির সভাপতি অসিত কুমার রায় বলেন, ‘গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আমাদের পূজা মণ্ডপে পাহারায় থাকা ব্যক্তিদের চোখ ফাঁকি দিয়ে ওই যুবক কার্তিকের মাথা ভেঙে ফেলে। পরে পাহারায় থাকা স্বেচ্ছাসেবক ও সাউন্ড সিস্টেমের ব্যক্তি মিলে তাকে আটক করে। আমরা বালিয়াকান্দি থানা-পুলিশকে জানালে তারা এসে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের পূজা ভাঙা প্রতিমাতে হয় না। কারণ প্রতিটি প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আজ আমাদের মহানবমী। তিথি অনুযায়ী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আমাদের মণ্ডপে এখন কীভাবে পূজা করব ভাবছি।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে আটক হুমায়ুন পাগল। মণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে আটক করে আমাকে খবর দিলে আমি নিজে গিয়ে তাকে নিয়ে এসেছি। সে প্রতিমার মাথা ভেঙে মন্দিরের ভেতর সাদা ধুতি কাপড় মুড়িয়ে বসে ছিল। মন্দির কমিটি লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন