হোম > সারা দেশ > ঢাকা

সাধন-নারায়ণ-জাহাংগীর -আগারওয়াল-সৈকত আরও মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকতকে আরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম হায়দার আলী তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

প্রধান মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন কার্যালয় সূত্রে জানা যায়, সাধন চন্দ্র মজুমদারকে পল্টন থানার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলা ও মোহাম্মদপুর থানায় দায়ের করা ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায়, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর  আলমকে মোহাম্মদপুর থানায় দায়ের করা ইমরুল কায়েস ফয়সাল হত্যার চেষ্টা মামলায়, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় ও ঢাবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকতকে পল্টন থানায় দায়ের করা ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইয়াসিন আরাফাতকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হচ্ছে। ভবিষ্যতে তদন্তের স্বার্থে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এই আসামিদের গ্রেপ্তার করা হয়। একাধিক মামলায় প্রত্যেককে রিমান্ডেও নেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭