হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বাস চাপায় পথচারী নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস চাপায় মো. শহিদুল ইসলাম (৪৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ময়মনসিংহ-ঢাকা মহসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ওই চালল হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক পুলিশের আব্দুল্লাহপুর ট্রাফিক বক্সের টিআই মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনে ভিক্টর পরিবহনের (ঢাকা মেট্রো মেট্রো-ব-১৫-০৫৪১) একটি বাস এক পথচারীকে ধাক্কা দিলে নিচে পরে যায়। পরে তার উপর দিয়ে বাসটি উঠিয়ে দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

টিআই মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে ঘাতক চালক ও বাসটি আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

অপরদিকে উত্তরা পূর্ব থানারর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত পথচারীর মরদেহ সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া গাড়ীসহ চালক সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মজিবুর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭