হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ১০ ইউপি চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

প্রতিনিধি

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) : মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঝি মো. বেলায়েত হোসেন (লিটন) মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের ২০১৯-২০২১ অর্থবছরের দক্ষতা মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি এ স্বীকৃতি পান। 

জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার পুরস্কার হিসেবে তাঁর হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন—এ অর্জন উপজেলাবাসীর। এ স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করবে। আমি সৎভাবে জনগণের সেবা করতে চাই। গ্রামের সকল মানুষের মুখে হাসি ফুটাতে চাই। যত দিন বাঁচি এলাকাবাসীর পাশে থেকে একজন সাধারণ মানুষ হিসেবে কাজ করে যেতে চাই। 

সরকারের উন্নয়নের দক্ষতা মূল্যায়নে বেলায়েত হোসেন ছাড়াও জেলার ৬৮ ইউনিয়নের মধ্যে ১০ জন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরা হলেন—মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি বাচ্চু শেখ, সদর উপজেলার পঞ্চসার ইউপি চেয়ারম্যান হাজী গোলাম মোস্তাফা, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. আশরাফ হোসেন খান, শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান ও গজারিয়া উপজেলার ৩ জনসহ মোট ১০ জন। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এদের হাতেও সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা