হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে ছাত্রলীগের সভাপতি–সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা আ.লীগ নেতার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রলীগের সভাপতি–সাধারণ সম্পাদকের সমালোচনা করে অবাঞ্ছিত ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু। এ সময় তাঁদের দলীয় কর্মকাণ্ডে থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি। 

আজ রোববার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আব্দুল আলিম মিন্টু বলেন, ‘উপজেলা ছাত্রলীগের কমিটি আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারা দলীয় কর্মকাণ্ডে থাকে না। অনেকের ছাত্রত্ব নেই। দলের জন্য ক্ষতিকর ও বিব্রতকর কর্মকাণ্ডে জড়িত থাকে।’ এ সময় নেতা কর্মীদের আনন্দ–উল্লাস প্রকাশ করতে দেখা যায়। 

এর আগে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক রনজিত কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাম চন্দ্র সাহা, মো. আতোয়ার রহমান, এ কে সারোয়ার কিরন খান, যুগ্ম সম্পাদক মো. শামসুল আলম খান, যুবলীগের সভাপতি বাবুল ব্যাপারী, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান আলাই। 

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির এমন বক্তব্যে নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি বিবাহিত এবং তিনি লেখাপড়া করছেন না। বর্তমানে তিনি ভেকু ও ড্রেজার ব্যবসায়ী। আর সাধারণ সম্পাদক শুভ আহমেদ টোকনের ছাত্রত্ব নেই। উভয়েই দলীয় নিয়ম-নীতির তোয়াক্কা করেন না। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ টোকন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এমপি মহোদয়ের সঙ্গে জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে এসেছি। এভাবে প্রকাশ্যে অবাঞ্ছিত ঘোষণা করা দলীয় নিয়ম-বহির্ভূত। বিষয়টি আমাদের জন্য অপমানজনক। কী কারণে তিনি (উপজেলা আওয়ামী লীগের সভাপতি) আমাদের কমিটি অবাঞ্ছিত ঘোষণা করলেন তা জানা নেই।’

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি