হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীর ১৪ লাখ টাকা ছিনতাই

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীকে আটকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের উপজেলার সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

ছিনতাইকারীর কবলে পড়া জাকির টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মাইটা খোলা চিতেস্বরি গ্রামের মমির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর বাজার এলাকায় বুধবার দুপুরে ডাচ্‌-বাংলা ব্যাংকের নিজ অ্যাকাউন্ট থেকে ১৪ লাখ টাকা তোলেন প্রবাসী জাকির হোসেন। পরে তিনি অটোরিকশাযোগে পাশের ব্র‍্যাক এনজিও অফিসে যাচ্ছিলেন। যাওয়ার পথে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার দিয়ে তাঁর গতি রোধ করে ছিনতাইকারীরা। পরে ওই প্রাইভেট কারে থাকা ৩-৪ জন ছিনতাইকারী অটোরিকশার যাত্রী প্রবাসীর কাছে থাকা ১৪ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। প্রবাসীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই প্রাইভেট কারে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

কালিয়াকৈর থানার ওসি যোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার সিসি টিভির ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হচ্ছে। অতি তাড়াতাড়ি আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করা হবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য