Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুকে ডলার বিক্রির ফাঁদ, জাকিরের টার্গেট ফ্রিল্যান্সাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেসবুকে ডলার বিক্রির ফাঁদ, জাকিরের টার্গেট ফ্রিল্যান্সাররা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে ডলার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হতো। পাশাপাশি ডলার চেয়ে কেউ পোস্ট করলে তাঁর সঙ্গেও যোগাযোগ করা হতো। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্রিল্যান্সারদের গ্রুপকে টার্গেট করে ডলার বিক্রির পোস্ট দিয়ে আসছিলেন জাকির হোসেন (৩৫)। ডলার দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েই অদৃশ্য হয়ে যেতেন তিনি। 

টার্গেটকৃত ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর তাঁকে ব্লক করে দিতেন। এভাবেই দীর্ঘদিন ধরে ডলার বিক্রির নামে প্রতারণার করে আসছিলেন। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ। 

২০২২ সালের ২৮ সেপ্টেম্বর এক ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ব্লক করে দেওয়ার ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ওই ফ্রিল্যান্সার। অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন তদন্ত শেষে গতকাল সোমবার রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জাকিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) ইউনিট। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, প্রতারক জাকির প্রতারণার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধশতাধিক আইডি ব্যবহার করতেন। এই সকল আইডি ব্যবহার করে ডলার বিক্রির পোস্ট দিতেন। সম্প্রতি এক ভুক্তভোগীর কাছ থেকে ই-ট্রানজেকশনের মাধ্যমে ডলার দেওয়া কথা বলে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাঁকে ব্লক করে দেয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রতারণার কথা স্বীকার করেছে উল্লেখ করে এডিসি আজাদ আরও বলেন, দীর্ঘ দিন ধরে ডলার বিক্রির প্রতারণায় অন্তত ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক। একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে এসব প্রতারণা করেছেন তিনি। নিজে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার শিকার হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে এই প্রতারণাকে পেশা হিসেবে বেছে নেওয়ার কথাও স্বীকার করেছে জাকির।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন