পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠেছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ের সামনে বিক্ষোভে এ দাবি তোলা হয়।
কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের ব্যানারে বিক্ষোভ হয়নি। বিক্ষোভকারীরা বিনিয়োগকারী হিসেবে পরিচয় দেন। তাঁরা বিএসইসির ভেতরে প্রবেশ করতে পারেননি। মূল ফটকের বাইরে ফুটপাতে অবস্থান করেন।
এ সময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন প্লে-কার্ড দেখা যায়। সেসব কার্ডে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মাহবুবুল আলম, মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলামের মতো কর্মকর্তার নাম লেখা ছিল। শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে সকল নির্বাহী পরিচালকসহ অসৎ কর্মকর্তাদের পদত্যাগের দাবি করেন বিক্ষোভকারীরা।
তবে বিক্ষোভকারীদের পরিচয় সম্পর্কে জানে না বিএসইসি। এ বিষয়ে বিএসইসির এক কর্মকর্তা বলেন, তাঁরা বিএসইসির কেউ নয়, বহিরাগত। কোনো সংগঠনের ব্যানারে আসেনি। তাঁরা কে জানা নেই।
এর আগে গত বৃহস্পতিবার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের খোঁজে বিএসইসির সামনে বিক্ষোভ করেন কয়েকজন। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে শিবলী রুবাইয়াত বিএসইসিতে আসেননি। এরপর গতকাল শনিবার মধ্যরাতে বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।