Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আফসানা নিহতের বিচার দাবিতে জাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি 

আফসানা নিহতের বিচার দাবিতে জাবিতে মশাল মিছিল
আফসানা রাচি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা রাচির নিহতের ঘটনার প্রতিবাদে ও দ্রুত হত্যার বিচার নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

মশাল মিছিলের সময় শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই, রাচি হত্যার বিচার চাই’, ‘তুমি কে? আমি কে? রাচি রাচি’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’, ‘হত্যাকারীর কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ‘রাচিকে ধাক্কা দেওয়া ঘাতক রিকশা চালককে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। প্রশাসন এখনো খুনিকে শনাক্ত করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘাতককে আইনের আওতায় না আনবে, আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

আফসানা রাচি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা
আফসানা রাচি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

একই বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নিসা মীম বলেন, ‘আমরা এক দফা দাবিতে মশাল মিছিল করেছি—রাচির হত্যাকারীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নেব না।’

শিক্ষার্থীরা ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত ঘাতক রিকশা চালককে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া না হয়, তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বর্জন করবেন।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন