হোম > সারা দেশ > ঢাকা

মেয়র হানিফ ফ্লাইওভারের টোল বক্স ভাঙচুর, জুরাইনে পুলিশ বক্সে আগুন

শ্যামপুর-কদমতলী, ঢাকা

রাজধানীর দোলাইরপাড়ে মেয়র হানিফ ফ্লাইভারের টোল বক্সে ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। জুরাইনে ট্রাফিক পুলিশ বক্সেও অগ্নিসংযোগ করেছে তারা। আজ রোববার বিকেল ৪টার পর এ ঘটনা ঘটে। 

বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা এবং জুরাইন পর্যন্ত এলাকা আন্দোলনকারীরা দখলে নেয়। এসব এলাকায় রাস্তার বিভিন্ন জায়গায় টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। 

অসহযোগ আন্দোলনের প্রথম দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। দুপুর ১২টা নাগাদ শত শত আন্দোলনকারী যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগ, শনির আখড়া, কুতুবখালী ও কাজলা এলাকা দখলে নিয়ে বিক্ষোভ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১টার দিকে আন্দোলনকারীরা যাত্রাবাড়ীর চৌরাস্তার দিকে অগ্রসর হয়। তখন সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হয়। 

একপর্যায়ে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের হটিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা দখলে নিয়ে অবস্থান নেয়। তারা কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। 
 
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী পোস্তগোলায় আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় স্থানীয় মোটরচালক লীগের নেতা মোহাম্মদ রাজুকে বেধড়ক পেটায় আন্দোলনকারীরা। তাকে গুরুতর আহত অবস্থায় গেন্ডারিয়া আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

এ ব্যাপারে শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আদম আলী বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে শ্যামপুর থেকে একদল দুষ্কৃতকারী পোস্তগোলা আক্রমণ করতে আশার খবর পাই। তখন আমরা তাদের প্রতিহত করি। একপর্যায়ে রাজু পড়ে গেলে তাকে বেধড়ক পেটায় আন্দোলনকারীরা। তার অবস্থা আশঙ্কাজনক।’ 

আজ রোববার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মাওয়া সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। সিটি সার্ভিসের কোনো যাত্রীবাহী বাসও চলাচল করেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাবাড়ীর অবস্থা থমথমে। মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছে।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল