হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ডি এ কে টেক্সটাইল মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনে মিলের বিভিন্ন কাঁচামাল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার কর্মী মোতালিব বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিংকর সাহার মালিকানাধীন ডি এ কে টেক্সটাইল মিলে শেডের ওপর আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। আগুন জ্বলতে দেখে কারখানার ভেতরে কর্মরত শ্রমিকেরা দ্রুত বের হয়ে যান।

খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলা, সুতা, কেমিক্যাল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন