নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অংশগ্রহণে অনুষ্ঠেয় ৫৮তম ডিজিসিএ সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের (আইকাও) কাউন্সিল প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি ঢাকায় পৌঁছান।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ১৫ থেকে ১৯ অক্টোবর ঢাকায় প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আইকাও কাউন্সিল প্রেসিডেন্ট তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। এই সফরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, ৫৮তম আইকাও ডিজিসিএ সম্মেলনে ৩৬টি দেশ ও ১১টি আন্তর্জাতিক সংগঠনের ৩৩৬ জন দেশি-বিদেশি ডেলিগেট অংশ নেবেন।