ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশের রাস্তা থেকে (৩৫) বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেলে ৫টার দিকে শাহবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমন মো. ইশতিয়াক জানান, বিকেলে খবর পেয়ে হাসপাতালর জরুরি বিভাগের বাহিরে ‘আনাস হোটেল’ এর সমানের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এসআই আরও জানান, ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিল। হাসপাতাল এলাকাতেই ঘোরাফেরা করত। ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে সে মারা গেছে। আশপাশের কেউ তার পরিচয় জানাতে পারেনি। আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।