হোম > সারা দেশ > ঢাকা

জুলুম নির্যাতন চাঁদাবাজি বন্ধের দাবি হকার্স ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ বলেন, ‘ডিএমপির মতিঝিল জোনের এসির ড্রাইভার সোহেল রানা বেপরোয়াভাবে হকারদের ওপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি করছে। হকারদের মালামাল জোর করে নিজেই থানায় নিয়ে আটকে রাখে। হকারপ্রতি ২০-৫০ হাজার চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ভয়-ভীতি, হুমকি-ধমকি উচ্ছেদ করেন।’ 

তিনি আরও বলেন, ‘সোহেল রানার চাঁদাবাজির শিকার অনেক হকার সাহস করে মুখ খুলতে চান না, উচ্ছেদের ভয়ে।’ সমাবেশ থেকে পুলিশ সদস্য (ড্রাইভার) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

সমাবেশে কেন্দ্রীয় হকার্স ইউনিয়নের নেতা জহিরুল ইসলাম বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি আমরা দেখেছি ডিএমপি লালবাগ এসি পেট্রল (কোতোয়ালি) তারিকুল ইসলাম মাসুদের কাণ্ড। তিনি হকার্স ইউনিয়ন ঢাকা দক্ষিণের সভাপতিকে চায়ের দাওয়াত দিয়ে থানায় এনে চাঁদা না দেওয়ায় থানা হাজতে আটকে রাখেন। পরে কয়েকশ হকার থানা ঘেরাও করে দক্ষিণের সভাপতিকে মুক্ত করে।’ 

সমাবেশে হকারনেতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন হকার নেতা দ্বীন ইসলাম, কবীর হোসেন, আসমান আলী খন্দকার প্রমুখ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭