হোম > সারা দেশ > ঢাকা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন তাঁরা। পরে সন্ধ্যায় মিছিল নিয়ে সচিবালয়ে যান। 

অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে রাস্তায় বের হওয়া মানুষেরা দুর্ভোগে পড়েন। 

শাহবাগে ঘুরে দেখা যায়, আন্দোলনকারীরা হাতে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে সবগুলো পথ বন্ধ রাখেন। ফলে কাঁটাবন থেকে মৎসভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলামোটর অভিমুখে যান চলাচল ব্যাহত হয়। শাহবাগ মোড় অবরোধের ফলে সাধারণ মানুষ গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা হন। 

জামাল হোসেন, একজন ষাটোর্ধ্ব বয়সের লোক হেঁটে যাচ্ছেন কাঁটাবনের দিকে। আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অবরোধের ফলে যানজট তৈরি হয়েছে। আমারতো সায়েন্স ল্যাব পৌঁছাতে হবে।’ 

আব্দুর রহমান নামের একজন যাচ্ছিলেন মতিঝিলের উদ্দেশ্যে। তিনি বলেন, এভাবে দাবি করলেতো হয় না। তাঁদের দাবির ভ্যালিডিটি দেখছি না। তবে আমাদেরতো দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ 

জাতীয় জাদুঘরের সামনে দুপুরে আয়োজিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, শিক্ষক ও গবেষক নুরুজ্জামান হীরা সংহতি প্রকাশ করেন। 

মান্না বলেন, ‘লড়াই আমাদের সবার। পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। সরকারি চাকরিতে আবার বয়সসীমা কী? যেকোনো সময় চাকরি পাওয়ার বিষয়ে দেখা দরকার। তবে সরকার স্থিত হতে না পারলে বোধহয় দাবির বিষয়ে বলতে পারবে না।’ 

আন্দোলনকারী রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১২ বছর যাবৎ এ আন্দোলন করে আসছি। আমাদের দাবি সরকার শুনছে না। আমরা এখন (সন্ধ্যা) সচিবালয়ে যাচ্ছি। সেখানে উপদেষ্টাদের কাছে দাবি পৌঁছাব। আমাদের কথা না শুনলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে দাবি মানতে বাধ্য করব।’ 

যানজট ও দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সাহাব উদ্দিন শাকিল বলেন, ‘দুপুরের দিকে জাদুঘরের সামনে একদল সমাবেশ করে। পরে দেখা যায়, তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করেছি। জনদুর্ভোগের বিষয়ে বলেছি। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে বিকল্প ব্যবস্থার জন্য কাজ করছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭