হোম > সারা দেশ > ঢাকা

শিবালয়ে দুর্নীতির অভিযোগে অক্সফোর্ড একাডেমির সেই অধ্যক্ষ বরখাস্ত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন খানকে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন এ বহিষ্কার আদেশ দেন। তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতামূলক আচরণ, অনিয়মতান্ত্রিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।

এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘প্রধান শিক্ষকের দুর্নীতি নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দিয়ে হুমকিতে শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম নিয়ে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে ইউএনও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মিলে এবং ব্যাপক অর্থ কেলেঙ্কারি এবং বিভিন্ন দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। অধ্যক্ষ মতিনকে সাময়িক বরখাস্ত করেন বিদ্যালয় সভাপতি ও ইউএনও বেলাল হোসেন।

ইউএনও বেলাল হোসেন বলেন, অধ্যক্ষ মতিনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধিমালার আলোকে বিভাগীয় তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক ভিত্তি পাওয়ায় এখন বিভাগীয় তদন্ত শুরু হলো। এটা প্রমাণিত হলে এবং তাঁরা সুপারিশ করলে চূড়ান্ত বরখাস্তের জন্য আমরা বোর্ডে লিখিতভাবে জানাব।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন