নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এলজিআরডির সাবেক হিসাবরক্ষক কাজী আবু হাফিজ ফসিউদ্দীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি, ৫২ লাখ ৬৫ হাজার ৮২০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন।
আজ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মো. আল-আমীন বাদী হয়ে খুলনায় সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায় যে, তিনি (কাজী আবু হাফিজ) ১ কোটি ৬ লাখ ৮০ হাজার ৭২৭ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। যাচাইকালে আসামি কাজী আবু হাফিজ ফসিউদ্দীনের নিজের নামে ও তার ওপর নির্ভরশীলদের ১ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৭১৭ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অর্থাৎ আসামি ১৪ হাজার ৯৯০ টাকার সম্পদের তথ্য গোপন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
যাচাইকালে আসামির নামে ৮৯ লাখ, ১৩ হাজার ৫৭৪ টাকার গ্রহণযোগ্য আয় পাওয়া যায়। তিনি বিভিন্ন খাতে ৩৪ লাখ ৮৩ হাজার ৬৭৭ টাকা ব্যয় করেন। কাজী আবু হাফিজ ফসিউদ্দীন জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫২ লাখ ৬৫ হাজার ৮২০ টাকার সম্পদ পাওয়া যায়।