হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও বাগিচা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম আবির মোল্লা (১৮)। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও বাগিচা রেলগেটে ঘটনাটি ঘটে। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মৃত আবির মোল্লার চাচা আরিফ মোল্লা বলেন, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে। বর্তমানে আশুলিয়া এলাকায় থাকত এবং একটি পোশাক কারখানায় চাকরি করত। আবির দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিল। 

চাচা আরিফ মোল্লা আরও বলেন, ‘আবিরের বাবা মো. মামুন মোল্লা মুগদা এলাকায় মুদিদোকানদারি করে। গত রাতে আশুলিয়া থেকে মুগদায় বাবার সঙ্গে দেখা করতে এসেছিল আবির। পরে লোক মারফত জানতে পারি, খিলগাঁও এলাকায় ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছে আবির। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’ 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, গত রাতে বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল ওই যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। তবে কোন ট্রেনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য