Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পূর্বাচলে রক্তাক্ত লাশের পাশে পড়ে ছিল ছোরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পূর্বাচলে রক্তাক্ত লাশের পাশে পড়ে ছিল ছোরা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পাশে পড়ে ছিল একটি ছোরা।

আজ শনিবার দুপুরে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের আট নম্বর প্লট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন নয়ন (৪৬)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারিতলা এলাকার মৃত আবু সাঈদের ছেলে। তিনি পেশায় গাড়িচালক।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী জানান, সকালে পূর্বাচলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নিহত ব্যক্তির দেহে ছুরির বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গত রাতে তাঁকে খুন করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহের কিছুটা দূর থেকে রক্তমাখা ছোরা জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির প্যান্টের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে নাম-পরিচয় জানা গেছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা থানায় এলে মামলা নেওয়া হবে।’

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন

জাহাঙ্গীরের নামে হারুনের ফ্ল্যাট-প্লট, ক্রোকের নির্দেশ

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই