হোম > সারা দেশ > ঢাকা

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের লাঠিচার্জ। ছবি: আজকের পত্রিকা

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হওয়া সদস্যরা ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার দুপুর ১টায় শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন তাঁরা।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ১টা ৫০ মিনিটের দিকে ব্যারিকেড ভেঙে বিডিআর সদস্যরা সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীদের কয়েকজন আহত হয়। পুলিশ এ সময় চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শিক্ষা ভবনের পাশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নাজমুল হক নামের একজন বলেন, অন্যায়ভাবে যারা জেলে রয়েছে তাদের মুক্তি এবং বিভিন্ন কারণে আওয়ামী লীগের আমলে যে বিডিআর সদস্যরা চাকরি হারিয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনের একটি ধারাও বাতিল করতে হবে।

শিক্ষা ভবনের পাশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা।

পুলিশ আন্দোলনকারী বিডিআর সদস্যদের শিক্ষা ভবনের মোড় থেকে সরিয়ে দিলে দোয়েল চত্বরের দিকে যেতে থাকেন তাঁরা। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশ শেষে দুপুর পৌনে ১টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে থাকেন। এ সময় মিছিলটি শিক্ষা ভবনের পাশে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এতে সড়ক অবরোধ করে বসে পড়েন আন্দোলনরতরা।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য