নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বিল্লাল (৪৫)। এ ঘটনায় লাভলী (২৫) নামের এক নারী আহত হয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে বিল্লাল ও তাঁর ১০-১২ জন সহযোগী ডাকাতি করতে আসে। ডাকাতির বিষয়টি টের পেলে স্থানীয় লোকজন জাকিরের বাড়ি ঘেরাও করে।
ডাকাতেরা পালানোর সময় স্থানীয়রা বিল্লালকে রাস্তায় আটক করে এবং তাঁকে পিটিয়ে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাভলী নামের এক নারী প্রাণ রক্ষায় একটি পুকুরে ঝাঁপ দেন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। তিনি বলেন, বিল্লালের মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত নারী লাভলীকে হাসপাতালে ভর্তি আছেন। তিনি ডাকাত কি না সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, ‘নিহত বিল্লালের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। গণপিটুনিতে নিহতের ঘটনায় আমাদের আইনি কার্যক্রম চলমান আছে।’