নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে মো. জাহিদ নামে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ১৭। সে চিড়িয়াখানার মাহুত আজাদ আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
রফিকুল ইসলাম বলেন, আজ বেলা ১১টার দিকে মাহুত আজাদ আলী তাঁর ছেলেকে নিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হাতির ব্যায়ামখানায় যান। সেখানে হাতির আক্রমণে জাহিতের মৃত্যু হয়।
রফিকুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে শাহ আলী থানাকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তর এ বিষয়ে তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে মাহুত আজাদ আলীর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।