হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, বৃদ্ধ নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবদুল মালেক (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

আবদুল মালেক উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্ব কুমারপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সার্ভেয়ার ছিলেন। 

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার হোসেন্দী পূর্ব কুমারপুর গ্রামের আবদুল মালেকের সঙ্গে পাশের বাড়ির আজিজুলদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল রোববার স্থানীয়ভাবে সালিস দরবার বসে। সালিস থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন আবদুল মালেকের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে রফিকুল ইসলাম রানা বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন আমার বাবাকে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল