হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ আদালতে আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রাঙ্গণে এই সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি খোকন সাহার বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওসমানপন্থী আওয়ামী নেতারা। 

এর আগে, গত বছরের ৪ জানুয়ারি খোকন সাহার বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। 

এ বিক্ষোভ কর্মসূচিতে আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল বলেন, ‘আমরা ক্ষমতাসীন দলের রাজনীতি করেও প্রতিবাদে নেমেছি। এটি আমাদের জন্য এক অদ্ভুত ব্যাপার। অ্যাডভোকেট খোকন সাহা ৪০ বছর ধরে রাজনীতি করছেন। যিনি মামলা করেছেন তিনিও তো নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন।’ 
 
হাসান ফেরদৌস মেয়রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন। যারা আপনাকে পরামর্শ দিচ্ছে তারা আপনার ভালো চায় না। আমরা দাবি রাখব, আপনি দ্রুত মামলা প্রত্যাহার করে দলীয় ফোরামে এই বিষয়টি সুরাহা করুন।’ 

বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহসিন মিয়া, সমিতির সহ সভাপতি সুভাষ বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আমিন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক মমিনসহ আওয়ামীপন্থী আইনজীবীরা। 

উল্লেখ্য, গত বছর হিন্দু লাইভ মেটারস নামক একটি ইউটিউবে জিউস পুকুর ইস্যুতে মেয়র আইভীকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠে খোকন সাহার বিরুদ্ধে। এ নিয়ে মেয়র আইভী সাইবার আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় দুই নম্বর আসামি তিনি। প্রধান আসামি করা হয়েছে কানাডা প্রবাসী প্রদীপ দাসকে। তিনি ‘হিন্দু লাইভ মেটারস’ ইউটিউব চ্যানেলের সঞ্চালক। ফেসবুক ও ইউটিউবে মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক, ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সম্প্রচার করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। 

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়