শরীয়তপুরের জাজিরায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে গাছ উপড়ে চাপা পড়ে সুফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে গাছ উপড়ে তাঁর ঘরের ওপর পড়লে গাছের চাপায় মারা যান তিনি। সুফিয়া উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের সিডারচর গ্রামের হালান মুসুল্লির স্ত্রী।
এদিকে পদ্মা নদীর আশপাশে থাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গত রোববার বিকেল থেকেই বৃষ্টিপাত শুরু হয়। সোমবার দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সন্ধ্যার পর বাতাসের তীব্রতায় পাঁচ শতাধিক গাছপালা ও দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এ ছাড়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপজেলার শীতকালীন আগাম সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষতি নিরূপণে কাজ করছে।